ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

হাসপাতালে ১০ টি কনসানট্রেটর দিল ঢাকাস্থ্য মেহেরপুর জেলা সমিতি

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৫৬, ২৯ জুলাই ২০২১

মেহেরপুরে জেনারেল হাসপাতালে ১৫ লক্ষ টাকা মূল্যের ১০ টি অক্সিজেন কনসানট্রের হস্তান্তর করেছে ঢাকাস্থ্য মেহেরপুর জেলা সমিতি। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের হলরুমে আয়োজিত জুম কনফারেন্সে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন অক্সিজেন কনসানট্রের গ্রহণ করে তা হাসপাতালের প্রতিনিধির নিকট হস্তান্তর করেন।

ঢাকাস্থ্য মেহেরপুর জেলা সমিতির কোষাধক্ষ মোঃ আতিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুব হোসেন এ সময় সরাসরি উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসনের আয়োজনে অক্সিজেন কনসানট্রের হস্তান্তর অনুষ্ঠানে সভাপত্তিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খাঁন। 

প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এসময় মেহেরপুরের পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পাবলিক প্রসিকিউটর এ্যাড. পল্লভ ভট্টাচার্য, ঢাকাস্থ্য মেহেরপুর জেলা সমিতির সভাপতি প্রকৌশলী এ.এল.এম জিয়াউল হক, সহ-সভাপতি দাতো প্রকৌশলী একরামুল হক, সহ-সভাপতি এ্যাড মোঃ শাহাবুদ্দিন, অধ্যাপক ড. রফিকুল ইসলাম, প্রকৌশলী মোঃ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক আ.ন.ম কুদরুত-ই খুদা, বিশিষ্ঠ ঠিকাদার জহিরুল ইসলাম, এ্যাড. ইমানুর রহমান, সংগঠনটির অনান্য সদস্য  সহ সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি