ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাগেরহাটে পানিবন্দীদের মাঝে শুকনো খাবার বিতরণ

বাগেরহাট প্রতিনিধি. 

প্রকাশিত : ১৭:৪৯, ২৯ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

বাগেরহাট শহরের বিভিন্ন বস্তিতে বসবাসকারী পানিবন্দী পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে বাগেরহাট শহরের রেলরোডস্থ বাগানবাড়ি এলাকায় এই খাবার বিতরণ করেন পৌর কাউন্সিলর তালুকদার আব্দুল বাকি। পরে অন্যান্য বস্তিতেও শুকনো খাবার বিতরণ করা হয়। পানিবন্দি অবস্থায় খাবার পেয়ে খুশি বস্তিবাসি।

বাগান বাড়ি বস্তির শাহিন, ফুলিসহ কয়েকজন বলেন, মঙ্গলবার সকাল থেকে পানিবন্দি রয়েছি। আমাদের বাগানবাড়ির বেশিরভাগ মানুষের বসত ঘর ও রান্না ঘরে পানি উঠেছে। এই সময় খুবই খাবারের কষ্ট হচ্ছে। কাউন্সিলর সাহেব কিছু শুকনো খাবার দিয়েছেন। এতে আমাদের খুবই উপকার হয়েছে।

বাগেরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর তালুকদার আব্দুল বাকি বলেন, আমার ওয়ার্ডের পানিবন্দি কয়েকশ পরিবার পানিবন্দি রয়েছে। তাৎক্ষনিকভাবে এদেরকে শুকনো খাবার দেওয়া হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে বস্তিবাসিদের মাঝে রান্না করা খাবার বিতরণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি