ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

হাতিয়ায় ট্রলার ডুবিতে এক জেলের মৃত্যু, উদ্ধার ১১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৮, ৩০ জুলাই ২০২১

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় একটি মাছ ধরার ট্রলার ডুবে শ্যামল চন্দ্র জলদাস (২৩) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৯টার দিকে ঠ্যাংগার চর এলাকার বঙ্গোপসাগরের মোহনা থেকে ট্রলারসহ লাশটি উদ্ধার করা হয়। 

এর আগে অন্য একটি ট্রলারের সহযোগিতায় ১১ জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সবাই হাতিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। আর নিহত শ্যামল চন্দ্র জলদাস হাতিয়ার দক্ষিণ শুল্লকিয়া দাসেরহাট এলাকার জেলে পাড়ার মতিলাল চন্দ্র জলদাসের ছেলে।

জানা গেছে, বৈরি আবহাওয়ার মধ্যে বৃহস্পতিবার সকালে গভীর সমুদ্রে মাছ ধরতে যায় শ্যামলসহ ১২ জন মাঝি মাল্লা। বিকেলের দিকে মেঘনা সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় প্রবল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় তাদের ট্রলারটি। এসময় অন্য একটি ট্রলারের সহযোগিতায় ১১ জন উদ্ধার হলেও নিজেদের ট্রলারসহ নিখোঁজ হয় শ্যামল। 

খবর পেয়ে কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমাণ্ডার লে. এ এস এম লুৎফর রহমানের নেতৃত্বে নিখোঁজ জেলেকে উদ্ধারে নামে কোস্টগার্ড। রাত ৯টার দিকে স্থানীয়দের সহযোগিতায় ট্রলারটি উদ্ধার করে কোস্টগার্ডের ডুবুরি দল। পরে ওই ট্রলারের মধ্যে থেকে শ্যামলের লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কমাণ্ডার লে. এ এস এম লুৎফর রহমান জানান, রাত সাড়ে ১০টার দিকে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি