ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোংলা বন্দরে জাহাজের পণ্য খালাস শুরু

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৫, ৩০ জুলাই ২০২১

মোংলা বন্দরের চিত্র

মোংলা বন্দরের চিত্র

Ekushey Television Ltd.

দুর্যোগ কেটে যাওয়ার ৪৮ ঘণ্টা পর মোংলা বন্দরে আবারও শুরু হয়েছে জাহাজের পণ্য খালাস। শুক্রবার (৩০ জুলাই) সকালের পালায় শ্রমিক বুকিং দিয়ে এন্টিগুয়া বাকুড়া পতাকাবাহী জাহাজ "এম ভি আননা", নেদারল্যান্ড পতাকাবাহী "এম ভি জাহাজ সোয়ার পার্টনার" মেশিনারি এবং টুবালো পতাকাবাহী জাহাজ "এম ভি ওয়ার্ল্ডইরা-৬" থেকে সিমেন্টের কাঁচামাল স্লাগ খালাস করার মধ্যে দিয়ে কাজ শুরু হয়েছে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের টি আই (ট্রাফিক ইনচার্জ) সমির কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন দুপুর সাড়ে ১২টায় বাকি ছয়টি জাহাজের পণ্য খালাসও শুরু হয়। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ওইসব জাহাজের পণ্য খালাস বন্ধ ছিল।

এদিকে এই সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর সতর্ক সংকেত এখনও বহাল রয়েছে। তবে বৃষ্টিপাত কমে যাওয়ায় কাজে কোনও বাধা নেই উল্লেখ করে বিদেশি ওই জাহাজগুলোতে কাজ শুরু হয়েছে বলেই জানান বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি