ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আসামি পলায়ন: নাটোরে ২ পুলিশ সদস্য ক্লোজড

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৮, ৩০ জুলাই ২০২১

নাটোর আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে ভ্যান চুরি মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ২ পুলিশ সদস্যকে লালপুর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া আসামী মাদকাসক্ত মনিরুল ইসলামকে বাগাতিপাড়া উপজেলার ছলিমপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে লালপুর থানা থেকে নাটোর কোর্ট হাজতখানায় নেওয়ার সময় আদালত পরিদর্শকের কক্ষের সামনে থেকে থেকে অটোভ্যান চুরি মামলার আসামী মাদকাসক্ত মনিরুল ইসলাম হাতকড়া খুলে লালপুর থানার দুই পুলিশ সদস্য রায়হান হোসেন ও আকরাম হোসেনের কাছ থেকে পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ও র‌্যাব সদস্যরা বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে বাগাতিপাড়া উপজেলার ছলিমপুর থেকে পুনরায় তাকে গ্রেফতার করা হয়। 

এঘটনায় দুই পুলিশ সদস্য রায়হান হোসেন ও আকরাম হোসেনকে লালপুর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়ছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার লিটন। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি