ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোটরসাইকেল চোর সিন্ডিকেটের প্রধানসহ আটক ২

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৬, ৩১ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

মাত্র কয়েক সেকেন্ডে মোটরসাইকেল চুরি করার মুল হোতা রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। তার স্বীকোরোক্তিতে চোরাইকৃত তিনটি মোটরসাইকেলসহ আন্তজেলা চোর সিন্ডিকেটের সদস্য ইউসুফ মুন্সিকেও আটক করা হয়েছে। 

শনিবার (৩১ জুলাই) দুপুরে বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার কে এম আরিফুল হক এসব তথ্য জানান। এর আগে শুক্রবার গভীর রাতে মোটরসাইকেলসহ এদেরকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।

আটক রাজু হাওলাদারের নামে অন্তত আটটি মোটরসাইকেল চুরির মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করেছে পুলিশ। রাজু বাগেরহাট জেলার চাল রায়েন্দা গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে। সে দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির সাথে জড়িত। 

অপর আটককৃত ইউসুফ মুন্সি একই উপজেলার পূর্ব রাজাপুর গ্রামের আজিজ মুন্সির ছেলে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি