লংগদুতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৪ ইউপিডিএফ সদস্য আটক
প্রকাশিত : ১৮:৫০, ৩১ জুলাই ২০২১
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার কাট্টালী এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে শনিবার ৩১ জুলাই ২০২১ রাতে ইউপিডিএফ (প্রসীত) দলের ৪ জন চাঁদা কালেক্টরকে অস্ত্রসহ আটক করে। আটককৃত সন্ত্রাসীরা হলো সুরেন চাকমা (৩৬ বছর), অন্নাসং চাকমা (৪৫ বছর), অনিল চাকমা (১৯ বছর) এবং সাইমন চাকমা (৪০ বছর)।
আটককৃতদের কাছ থেকে ১ টি একে-২২ রাইফেল, ৭৭ রাউন্ড গুলি, ১ টি অস্ত্রের ম্যাগাজিন, ১ টি ওয়াকি-টকি সেট, ১ টি সোলার চার্জার, চাঁদা আদায়ের রশিদ বহি, ৪ টি মোবাইল সেট, ১ টি হাত ঘড়ি, ১ টি ভুয়া আইডি কার্ড, রাষ্ট্রবিরোধী স্লোগান সম্বলিত ব্যানার, নগদ ৬৩,৫৯২ টাকা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটককৃতরা দীর্ঘদিন ধরে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে আসছিল। এসকল সন্ত্রাসীরা ইউপিডিএফ (প্রসীত) দলের সশস্ত্র শাখার সক্রিয় সদস্য বলে জানা যায়।
আটককৃতদের ব্যাপারে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে সেনাবাহিনীর এরূপ অভিযান অব্যাহত থাকবে।
আরকে//
আরও পড়ুন