ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরিশালে করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৬, ১ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

চলমান লকডাউনের মধ্যে বরিশালে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আবার বেড়েছে। গত ২৪ ঘন্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পজিটিভ শনাক্ত ১১ জন ও উপসর্গ নিয়ে ৬ জন মারা যায়। বিভাগে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮৫ জন।

রোববার (১ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস ও হাসপতাল সূত্রে এই তথ্য জানা যায়। 

গত ২৪ ঘণ্টায় মৃত ১৭ জন নিয়ে বরিশাল বিভাগের ৬ জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭৯ জনে। এর মধ্যে বরিশাল জেলায় মৃত্যুর সংখ্যা ১৬৩। 

এছাড়া বরিশাল বিভাগের ৬ জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮৫ জন। এর মধ্যে ২৫৩ জন বরিশাল জেলার।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে বর্তমানে  ৩৫৩  জন রোগী ভর্তি আছেন। শেবাচিব হাসপাতালের পিসিআর ল্যাবে ২২৬ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ৭১ জন।  আক্রান্তের হার ৩১ দশমিক ৪১ শতাংশ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি