ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীপুরে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার পারভেজ নিহত

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:২২, ১ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আন্ত:জেলা ডাকাত দলের সর্দার পারভেজ আহমেদ নিহত হয়েছে। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ইয়াবা উদ্ধার করা হয়। 

শনিবার (৩১ জুলাই) রাতে শ্রীপুরের সাতচুঙ্গিপাড় এলাকায় মাদকের অভিযান পরিচালনা করার সময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুরে পারভেজ ও তার দুই সহযোগী। পরে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে গুলিবৃদ্ধ হয়ে ঘটনাস্থলে পারভেজের মৃত্যু হয়। বাকি দুজন পালিয়ে যায়।

পরে মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো  হয়েছে।

র‌্যাব-১ এর গণমাধ্যম শাখার সহকারি পরিচালক মিডিয়া মুশফিকুর রহমান তুষার জানান, নিহত পারভেজের বিরুদ্ধে ইতিমধ্যে ডাকাতি, মাদক, হত্যাচেষ্টাসহ ১৫ থেকে ২০টি মামলার খোঁজ মেলেছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি