ঠাকুরগাঁওয়ে করোনায় মৃত্যু ৬, নতুন শনাক্ত ১০৭
প্রকাশিত : ১৫:০৮, ১ আগস্ট ২০২১
ঠাকুরগাঁও জেলায় কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না করোনায় মৃত্যু ও আক্রান্ত। প্রায় প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। সিভিল সার্জনের প্রকাশিত তথ্যে গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলায় করোনায় ৬ জনের মৃত্যু ও নুতন করে ১০৭ জন আক্রান্ত হয়েছে।
রোববার (১ আগস্ট) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৬ জনের মধ্যে সদর উপজেলায় ৩৩ বছর বয়সী ও রাণীশংকৈলে ৪০ বছর বয়সী দুজন পুরুষ, পীরগঞ্জে ৪০ বছর বয়সী একজন পুরুষ ও একজন মহিলা, হরিপুরে ৭৬ বছর বয়সী একজন পুরুষ ও ৪৫ বছর বয়সী একজন মহিলা রয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় এ পর্যন্ত মোট ১৭৬ জনের মৃত্যু হলো।
এছাড়া জেলায় ৩০৭ জনের নমুনা পরীক্ষায় ১০৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৭৫ জন, পীরগঞ্জে ১১ জন, রাণীশংকৈলে ৫ জন, বালিয়াডাঙ্গীতে ৭ জন ও হরিপুরে ৯ জন। আক্রান্তের হার ৩৪ দশমিক ৮৫ শতাংশ।
এ নিয়ে জেলায় মোট ৬ হাজার ১৩৯ জন করোনায় আক্রান্ত হলেন। এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০৫ জন। জেলায় করোনায় আক্রান্তের পর মোট ৪ হাজার ৪৮০ জন সুস্থ হলেন।
এএইচ/
আরও পড়ুন