ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

উজিরপুরে মুক্তিযোদ্ধা হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৭, ২ আগস্ট ২০২১

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।

সোমবার (২ আগস্ট) সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের সানুহার বাসষ্ট্যান্ডে ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠনের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গৌরাঙ্গ লাল কর্মকার, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কবির। 

বক্তারা মুক্তিযোদ্ধার হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক ফাঁসির দাবি করেন। দেলোয়ার হোসেন তালুকদার ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই সকালে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারকে কুপিয়ে হত্যা করে। প্রতিবেশী আজগর আলী সিপাহী ও জলিল সিপাহীর নেতৃত্বে ১০-১২ জন এই হত্যাকাণ্ড ঘটায়।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি