ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নবাবগঞ্জে বজ্রপাতে এক নারীর মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৭, ২ আগস্ট ২০২১ | আপডেট: ২০:২৮, ২ আগস্ট ২০২১

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ফসলি জমিতে কাজ করার সময় বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম শাহিদা (৪০)। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পশ্চিম বাহ্রা চকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাহিদা সিরাজগঞ্জ জেলার সেলিমের স্ত্রী। তারা পরিবার নিয়ে বাহ্রা গ্রামের মো. জাহাঙ্গীরের বাড়িতে ভাড়া থাকেন। 

স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে পশ্চিম বাহ্রা চক এলাকায় একটি জমিতে কৃষি কাজ করছিলেন শাহিদা। এসময় বজ্রপাত হলে শাহিদা গুরুত্বর আহত হয়। আশপাশের লোকজন বিকাল সাড়ে ৩টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহিদার আগেই মৃত্যু হয়েছে বলে জানান। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. মালিহা শাহিদার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি