ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ফেইসবুকে স্ট্যাটাস বিরোধে রূপগঞ্জে শিক্ষার্থী হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৩৬, ৩ আগস্ট ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেইসবুকে স্ট্যাটাসের বিরোধকে কেন্দ্র করে মোহাম্মদ সানি (১৭) নামের এক স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সানি স্থানীয় একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী। নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

সোমবার (২ আগস্ট) রাত আটটার দিকে উপজেলার গোলান্দাইল বেরিবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানি বিজয়নগড় এলাকার মিল্লাত হোসেনের ছেলে।
 
রূপগঞ্জ থানার ভূলতা পুলিশ ফাঁড়ির পরির্দশক নাজিম উদ্দিন জানান, গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার মোহাম্মদ সানি ও উত্তর পাড়ার মাহাফুজ নামের এক যুবকের সাথে ফেইসবুকে স্ট্যাটাস নিয়ে বিরোধ ছিলো। আজ রাত ৮টার দিকে সানিসহ কয়েকজন গোলাকান্দাইল বেরিবাঁধ এলাকায় ঘুরতে যায় তখন মাহাফুজ ও তাদের লোকজন সানি সহ আরও এক যুববকে কুপিয়ে আহত করে। 

পরে স্থানীয়রা সানিকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরতর আহত হীরাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান নাজিম উদ্দিন।

তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত অন্যদের আটককের চেষ্টা করা হচ্ছে। 

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলার প্রস্ততি চলছে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি