ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সিলেট বিভাগে করোনায় ১২ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ৩ আগস্ট ২০২১ | আপডেট: ১৭:৩৩, ৩ আগস্ট ২০২১

সিলেট বিভাগে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছে ৭১০ জন।

আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করে। তথ্যমতে সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় মৃত ১২ জনের মধ্যে সিলেট জেলায় ১০ ও  হবিগঞ্জে ২ জন রয়েছেন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় সর্বমোট মৃত্যুবরন করেন ৭২৮ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫৮১, সুনামগঞ্জে ৫২, হবিগঞ্জে ৩৪ ও মৌলভীবাজারে ৬১ জন রয়েছেন। 

এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ সংখ্যক ৪০৬ জন, সুনামগঞ্জ ৮৭, হবিগঞ্জ ১৫৩ ও মৌলভীবাজারে ৬৪ জন রয়েছেন। 

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৪১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ৭১০ জনের ফলাফল পজেটিভ আসে। সংক্রমণের হার হচ্ছে ৩৪ দশমিক ৭৯ ভাগ। যা আগের দিন ছিলো ৪৩ দশমিক ৬৫ ভাগ। এনিয়ে সিলেট বিভাগে করোনায় সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ৪২ হাজার ১৫ জন। 

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৫৯ জন। এ নিয়ে মোট সুস্থ হন ৩১ হাজার ৬৭০ জন। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৩ জন। আগের দিন এ সংখ্যা ছিলো ৮৫ জন। এ নিয়ে  হাসপাতালে চিকৎসাধীন আছেন ৩০২ জন। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে র‌্যাপিড এ্যন্টিজেন টেষ্টের মাধ্যমে কভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয় ২২১ জন। গত ২৪ ঘন্টায় ৭৩ জনকে  হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে চার জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৭৯৬ জন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি