ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরগুনায় শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৫, ৫ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

বরগুনায় শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও গাছের চারা বিতরণের মধ্যে দিয়ে শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রক্ষিত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে জেলা প্রশাসক হাবিবুর রহমান পুষ্পমাল্য অর্পণ করেন। 

এরপর পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, এলজিইডি, স্বাস্থ্য বিভাগ ও জেলা কারগারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জোলা প্রশাসক (সার্বিক) জালাল উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক পিজুস চন্দ্র দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুত্রা দাস ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পুষ্পমাল্য অর্পণ শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুবক-যুবতীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি