ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

যশোরে শেখ কামালের জন্মদিন পালন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ৫ আগস্ট ২০২১

শেখ ফজলুল হক মণি-আারজু মণি অক্সিজেন ব্যাংকের দোয়া মেনাজাত

শেখ ফজলুল হক মণি-আারজু মণি অক্সিজেন ব্যাংকের দোয়া মেনাজাত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জম্মদিন উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে যশোরের ঘোপ সেন্ট্রাল রোড জামে মসজিদে আলোচনা ও দোয়া মহাফিলের আয়োজন করে শেখ ফজলুল হক মণি-আারজু মণি অক্সিজেন ব্যাংক। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন- যশোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল হোসেন খান, যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাবেক ছাত্রলীগ নেতা নিয়াজ মাহমুদ শাহিন, আরাফাত রহমান বাসিত, যুবনেতা ফেরদৌস হোসেন বাবু, তিব্বত, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ইমরান হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইমন ইসলাম, ছাত্রলীগ নেতা অনিক ইসলাম।

বক্তারা বলেন, শেখ কামাল ছিলেন সেই সময়ের শ্রেষ্ঠ যুবক। বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামাল ক্রীড়া, সংস্কৃতি সব ক্ষেত্রেই অবদান রেখেছেন। নিজেও ক্রিকেট খেলতেন, সেতার বাজাতেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গণকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিলেন শেখ কামাল। বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের মননে সব সময় বাংলা ও বাঙালি ছিলো বলেও মন্তব্য করেন বক্তারা।

মোনাজাতে শহীদ শেখ কামালের আত্মার মাগফেরাত কামনা করা হয়। মেনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম জুহুরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন- যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দাস দেবু, পৌর ছাত্রলীগের সদস্য অপূর্ব অপু, সজীব, রাজা,পলক, প্রভাত, নয়ন, কল্লোল, শুভাশিস, কৌশিক, লিখন প্রমুখ।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রায়ের তত্ত্বাবধানে শেখ ফজলুল হক মণি-আারজু মণি অক্সিজেন ব্যাংক যশোরে কোভিড রোগীদের অক্সিজেন সেবাসহ নানা সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি