ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তুরাগ নদী থেকে দুই শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫১, ৫ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদী থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শিশু দুটি বুধবার (৪ আগস্ট) বিকেল থেকে নিখোঁজ ছিল। টঙ্গীর বড় দেওড়া এলাকার হাসনাত ষষ্ঠ শ্রেণীর ছাত্র ও একই এলাকার তামজিদ চতুর্থ শ্রেণীর ছাত্র।

আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে বাদাম এলাকার তুরাগ নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস  জানায়, গতকাল বুধবার দুপুরে বাসা থেকে বের হয় হাসনাত ও তামজিদ। এরপর তারা আর বাসায় ফেরেনি। তাদের সন্ধানে তার পরিবার বিকেল থেকেই আত্মীয়স্বজনের বাড়ি ও বিভিন্ন এলাকায় খোঁজাখুজি শুরু করে। পরে নিখোঁজের বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়।

হাসনাত ও তামজিদ তারা দু’জনই তুরাগ নদীতে গোসলে গিয়েছিল বলে পুলিশ তথ্য পায়। পরে সকালে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি তুরাগ নদীর ভাদাম এলাকায় গিয়ে শিশুদের উদ্ধারে কাজ শুরু করেন। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় তাদের হাসনাত ও তামজিদের মরদেহ নদী থেকে তুলে আনা হয়।
 
পরে মরদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি