ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইলে শেখ কামালের জন্মদিন পালিত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৫, ৫ আগস্ট ২০২১

টাঙ্গাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে স্থাপিত শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের।

এছাড়া জেলা প্রশাসক আতাউল গণি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী, পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীরসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনতা পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্টেডিয়াম কার্যালয়ে জন্মদিনের কেক কাটা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি