ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে চালকের মৃত্যু, আহত ৪

নাটোর প্রতনিধি

প্রকাশিত : ১৩:০৪, ৬ আগস্ট ২০২১

নাটোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাকিল আহমেদ (৩৫) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে নাটোর সদর উপজেলার দত্তপাড়া ব্রীজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শাকিল আহমেদ মানিকগঞ্জের সিঙ্গাইল বায়রা গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে নাটোরের ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহম্মদ রেজোয়ান জানান, নাটোর থেকে ঢাকাগামী একটি ট্রাক দত্তপাড়া ব্রীজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে গেলে ওই ট্রাকের চালক শাকিল আহমেদ ঘটনাস্থলেই মারা যায়। এসময় আহত হয় আরো অন্তত ৪ জন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং অন্য দুইজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যায়। 

আহতরা হলেন- নাটোর সদর উপজেলার চন্দ্রকোলা গ্রামের মোছাঃ ফেন্সি বেগম, দোলন আহমেদ এবং মানিকগঞ্জের সিঙ্গাইর বায়রা গ্রামের জিলকদ ও পিন্টু।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি