ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুরে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ আটক ৩ 

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৮, ৬ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

ফরিদপুরে একটি বিদেশি পিস্তল, নয় হাজার দুই’শ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-৮। শুক্রবার সকালে র‌্যাব-৮, ফরিদপুরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে, র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক, মেজর মো. খালেদ মাহমুদ জানান ৫ আগষ্ট গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ভট্রাচার্য গ্রামে অভিযান চালিয়ে মাদক বেচাকেনার সময় তিন ব্যক্তিকে আটক করে। 

এরা হলেন, রাজবাড়ী জেলার মো. আশরাফুজ্জামান ও মো. মিন্টু মন্ডল এবং পিরোজপুরের মো. মামুন সিকদার। পরে তাদের নিকট থেকে একটি বিদেশি পিস্তল ও নয় হাজার দুই’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় আটককৃতদের নিকট থেকে ছয়টি মোবাইল উদ্ধার করা হয়। 

র‌্যাবের ওই কর্মকর্তা জানান, চক্রটি দীর্ঘদিন ধরে পাংশা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছিলো। তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার পাংশা থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি