ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঈদে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত কক্সবাজার সমুদ্র সৈকত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫০, ২৫ জুন ২০১৭ | আপডেট: ১৬:৪০, ২৫ জুন ২০১৭

ঈদের সময় কক্সবাজার সমুদ্র সৈকতে থাকে পর্যটকের ভীড়। এবারও পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। কাউকে যাতে হয়রানী হতে না হয় সেজন্য নানা উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। আর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। 

ঈদের ছুটি মানেই কক্সবাজারে পর্যটকের ঢল। বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকত দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। নগর জীবনের যান্ত্রিকতা ভুলে সাগর পাড়ে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখে আনন্দে মেতে ওঠেন তারা।

তবে অতি বর্ষণে ও পাহাড় ধসের আশংকায় এবার কাংখিত পর্যটক আসবে কিনা তা নিয়ে খানিকটা সংশয়ে ব্যবসায়ীরা। তবে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে সাজানো হয়েছে পর্যটন স্পটগুলোকে।

পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে প্রস্তুত আইন প্রয়োগকারী সংস্থা। পর্যটকরা যেন কোন ভাবে হয়রানীর শিকার না হয় সে জন্য থাকবে প্রশাসনের বিশেষ ব্যবস্থা।

আফরুজুল হক টুটুল-অতিরিক্ত পুলিশ সুপার, কক্সবাজার।
কক্সবাজারে হোটেল-মোটেল ও গেস্ট হাউজ রয়েছে সাড়ে চার’শ। এসব হোটেলে পর্যটক ধারন ক্ষমতা প্রায় দুই লাখের কাছাকাছি।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি