ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫

গাজীপুরে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে টিকাদান কর্মসূচি শুরু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৮, ৭ আগস্ট ২০২১ | আপডেট: ১১:১৮, ৭ আগস্ট ২০২১

গাজীপুরে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। জেলার ৫ উপজেলা, তিন পৌরসভা ও সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে শনিবার সকাল ৯টা থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হয়।

শনিবার (৭ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন গাজীপুরের সিভিল সার্জন ডাক্তার মোঃ খাইরুজ্জামান।

তিনি জানান, করোনাভাইরাস প্রতিরোধে সকালে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। জেলায় প্রথম দিন ৮০ হাজার টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে।

করোনাভাইরাস মহামারীতে আক্রান্ত ও মৃত্যু ঠেকাতে সাড়ে ১৬ কোটি মানুষের বাংলাদেশে ৮০ শতাংশ অর্থাৎ ১৪ কোটি নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। আজ ৭ আগস্ট থেকে আগামী ১২ আগস্ট পর্যন্ত ছয় দিনে গণটিকাদান কর্মসূচির মাধ্যমে ৩২ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি