ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় খুলনা বিভাগে আরও ৩৯ জনের মৃত্যু

খুলনা বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৯, ৭ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

খুলনা বিভাগে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়েছে, তবে কমেছে শনাক্ত। বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৪২৮ জন। 

শনিবার (৭ আগস্ট) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর এ তথ্য নিশ্চিত করে। এর আগে গতকাল শুক্রবার বিভাগে ৩৬ জনের মৃত্যু এবং ৭৬১ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ কুষ্টিয়া ও যশোরে ১০ জন করে মারা গেছেন। কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫ জন এবং যশোরে আক্রান্ত হয়েছেন ১১৫ জন। 

এছাড়া খুলনায় মৃত্যু ৯ ও আক্রান্ত ৯০, নড়াইলে মৃত্যু ১ ও আক্রান্ত ১১ জন, মাগুরায় মৃত্যু ১ ও আক্রান্ত ৩৯ জন, ঝিনাইদহে মৃত্যু ১ ও আক্রান্ত ২৫ জন, চুয়াডাঙ্গায় মৃত্যু ৩ ও আক্রান্ত ৯ জন এবং মেহেরপুরে মৃত্যু ৪ ও আক্রান্ত হয়েছেন ৩৪ জন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৮ হাজার ৮৮২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৬২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৭ হাজার ৪২৭ জন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি