ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে টিকা দিতে গিয়ে ভোগান্তির শিকার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৬, ৭ আগস্ট ২০২১

সারাদেশের অন্যান্য জেলার মতো নারায়ণগঞ্জেও গণটিকা কার্যক্রম সকাল থেকে শুরু হয়েছে। তবে বার বার সিদ্ধান্ত পরিবর্তনের কারণে বিভিন্ন কেন্দ্রে বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে টিকা দিতে আসা আগ্রহী লোকজন ভোগান্তির শিকার হয়েছেন।

শনিবার (৭ আগস্ট) করোনাভাইরাসের গণটিকা প্রদান কর্মসূচির প্র্রথম দিন জেলার কিছু কিছু কেন্দ্রে নির্ধারিত সময়ের এক ঘন্টা পরেও কার্যক্রম শুরু করতে পারেনি।

সিটি করপোরেশন এলাকায় প্রাথমিকভাবে প্রতিটি ওয়ার্ডে ৩টি করে ৮১টি কেন্দ্রে চালু করার কথা থাকলে আজকে প্রতি ওয়ার্ডে একটি করে ২৭টি কেন্দ্র চালু করা হয়েছে। যার কারণে টিকা দিতে আগ্রহী লোকজন ভোগান্তির শিকার হচ্ছেন। 

সিটি করপোরেশনের বাইরে ৫টি পৌরসভা এবং ৪৬টি ইউনিয়ন পরিষদে টিকা দান কার্যক্রম চলছে। সেখানেও বিশৃংখল পরিস্থিতির মধ্য দিয়ে টিকা দান চলছে। 

এদিকে সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে ৬শ’ জনের টিকা দেয়ার কথা রয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি