ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

চাটখিলে ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৭, ৭ আগস্ট ২০২১

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোর্ট ইউনিয়নে ঘরে ডুকে হুমায়ন কবির ও তার স্ত্রী শেফালী বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে একদল মুখোশধারী। ঘটনাটি পূর্ব শত্রুতার জেরে ঘটেছে বলে ধারণা পুলিশের।

শনিবার (৭ আগস্ট) ভোরে এই জখমের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে শেফালীর অবস্থা আশংকাজনক।

আহত হুমায়ন কবির জানান, ভোর ৪টার দিকে ঘরের দরজা ভেঙ্গে একদল মুখোশধারী তাদের ঘরে ডুকে। কিছু বুঝে উঠার আগেই মুখোশধারীরা তাকে ও তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, হুমায়নের ভাগিনার বিয়ে ও তার স্ত্রীকে বাড়িতে না নেওয়ার ঘটনাকে কেন্দ্রে করে রামগঞ্জ থেকে এনে হামলাকারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে আহতদের পরিবার এবং স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারেছেন। 

হামলাকারীদের শনাক্ত এবং আটক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি