ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীর ২৯১টি বুথে একযোগে গণটিকা প্রদান

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩২, ৭ আগস্ট ২০২১

নোয়াখালীর ২৯১টি বুথে একযোগে গণটিকা কর্মসূচি শুরু হয়েছে। আজ শনিবার সকালে নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের নোয়াখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণটিকা কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল। 

এ সময় তিনি বলেন, করোনা প্রতিরোধে সরকারের এ উদ্যোগ অব্যাহত থাকবে। একটি মানুষও যাতে টিকার বাহিরে না থাকে সে জন্য সরকার এ আয়োজন করেছে। 

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, নোয়াখালীতে ৯১টি ইউনিয়নের প্রতিটিতে তিনটি করে ২৭৩টি এবং নোয়াখালী পৌরসভা ও চৌমুহনী পৌরসভায় ১৮টিসহ মোট ২৯১টি বুথে টিকা কার্যক্রম চলছে। ২৫ বছর বা তদুর্ধ ৫৮ হাজার ২০০ জনকে টিকার প্রথম ডোজ প্রদান করা হবে। 

প্রতিটি কেন্দ্রে তিনটি করে বুথ থাকবে। প্রতি বুথে পাঁচজন করে মোট এক হাজার ৪৫৫ জন স্বাস্থ্যকর্মী টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করবে। জেলায় ৮৩ হাজার টিকা মজুদ রয়েছে বলেও জানান তিনি। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি