ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

কুয়াকাটায় জেলেদের জালে ধরা পড়ল বিরল প্রজাতির মাছ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৫, ৭ আগস্ট ২০২১ | আপডেট: ১৬:০৭, ৭ আগস্ট ২০২১

কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে জেলেদের জালে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির মাছ। মাছটি প্রায় ৭ ফুট দৈর্ঘ্য, ২ ফুট প্রস্থ। এ বিরল প্রজাতির মাছটির ওজন ৪০ কেজি। 

আজ শনিবার (৭ আগস্ট) দুপুরে বরগুনার পাথরঘাটা উপজেলার জেলেরা কুয়াকাটার মৎস্য বন্দর আলীপুরের মীম আড়তে মাছটি নিয়ে আসে। মাছটি ক্রয় করেন স্থানীয় ক্রেতা চয়ন রহমান।

তিনি জানান, এ মাছটি ঢাকার মোকামে বিক্রির জন্য পাঠাবেন। 

সামুদ্রিক জীববৈচিত্র নিয়ে কাজ করা ওয়ার্ল্ড ফিসের সহকারি গবেষক সাগরিকা স্মৃতি বলেন, জেলেরা এ মাছটিকে গোলপাতা নামে চিনলেও এর বৈজ্ঞানিক নাম ইস্টিওফোরাস প্ল্যাটিপটারাস। 

কলাপাড়া উপজেলার মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সামুদ্রিক মাছের মধ্যে ইস্টিওফোরাস প্ল্যাটিপটারাস প্রজাতির সেইল ফিস এটি। এ মাছ গভীর সমুদ্রে দেখা যায়। খেতে খুবই সুস্বাদু এবং এ মাছের শুঁটকির বিদেশে বেশ চাহিদা রয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি