ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কক্সবাজারে ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৪, ৭ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

কক্সবাজারে ইয়াবাসহ ইব্রাহিম খলিল নামের কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় আতিকুর রহমান নামের আরও এক সহযোগিকে গ্রেপ্তার করা হয়। 

শনিবার (৭ আগস্ট) দুপুরে কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৫৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে আতিকুর রহমান (৩০) ও শহরের সাহিত্যিকা পল্লী এলাকার আব্দুর রশীদের ছেলে এবং নাম সর্বস্ব অনলাইন পত্রিকা বাংলাদেশ সংবাদ প্রতিদিনের জেলা কক্সবাজার প্রতিনিধি পরিচয়দানকারি ইব্রাহীম খলিল (২৯)। 

কক্সবাজার ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশ সংবাদ প্রতিদিন ডটকম' নামে পত্রিকাটির অফিসে আবার আছে গোল্ডেন লাইফ নামে একটি ইন্সুরেন্সের অফিসও। সেখানে বসে সাংবাদিক পরিচয় দিয়ে ইয়াবা বিকিকিনি চলে এমন তথ্য ছিল। দীর্ঘদিন আমরা বিষয়টি নজরে রাখি। শনিবার তাদের হাতেনাতে ধরি। 

'বাংলাদেশ সংবাদ প্রতিদিন ডটকম' নামে পত্রিকার উপদেষ্ঠা সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের ও সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ নামে দুইজন রয়েছে। এই ইয়াবা কারবারের তাদের সম্পৃক্ততা রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি