ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কুয়াকাটা সৈকতে মৃত ডলফিন উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৯, ৭ আগস্ট ২০২১ | আপডেট: ২৩:৪২, ৭ আগস্ট ২০২১

কুয়াকাটা সৈকত থেকে সাত ফুট লম্বা মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। শনিবার শেষ বিকেলে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে ভেসে আসে। এসময় ডলফিনটির ঠোট রক্তাক্ত ছিল। স্থানীয় জেলেরা বালুচাপা দিয়ে রেখেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। 

কুয়াকাটার সমুদ্রগামী জেলে আব্দুল গাফফার জানান, সৈকতে জোয়ারের পানিতে ভেসে আসা মৃত ডলফিনটির ঠোট রক্তাক্ত ছিল। তার মতে, এটি কোন মাছধরা জেলেদের জালে আটকা পড়েছিল। ডলফিন শিকার এবং বিক্রি আইনত দন্ডনীয় বিধায় এটি জেলেরা পরে সাগরে ভাসিয়ে দিয়ে থাকতে পারে।
 
কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, শুশক প্রজাতির ডলফিনটি আজ শনিবার কোন এক সময় জেলেদের জালে আটকা পড়েছিল বলে ধারণা করছি। এ ধরনের ডলফিন সাধারণত সমুদ্রের ছোট মাছ খেয়ে বেঁচে থাকে। 

উল্লেখ্য, এর আগেও একাধিক বার কুয়াকাটা সৈকতে নানা প্রজাতির মৃত ডলফিন পাওয়া যায়। 
কে আই// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি