ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ০০:০৯, ৮ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

ঢাকার নবাবগঞ্জে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সুমন মজুমদার (৩০)। শনিবার দুপুর দেড়টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুমন মজুমদার উপজেলার আগলা ইউনিয়নের মৃত সুরেশ মজুমদারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির পিছনের খালপাড়ে বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটছিলেন সুমন। এসময় বৃষ্টিতে ভেজা বাঁশ পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ৪৪০ ভোল্টের তারে পড়লে সুমন বিদ্যুৎস্পৃষ্ট হয়। চিৎকার শুনে স্বজন ও প্রতিবেশিরা তাকে উদ্ধার করে বাড়িতে চিকিৎসা দেয়। পরে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সুশিল চন্দ্র পাল মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি