ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

শেবাচিম হাসপাতালে একদিনে করোনায় মৃত্যু ১১

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১২:০০, ৮ আগস্ট ২০২১

গত ২৪ ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পজিটিভ শনাক্ত ২ জন এবং উপসর্গ নিয়ে মারা যান ৯ জন। বরিশাল বিভাগের ৬ জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আর ৪১৪ জন।

রোববার (৮ আগস্ট) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস ও হাসপাতাল সূত্রে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে বরিশাল বিভাগের ৬ জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৩৬৬ জনে দাঁড়িয়েছে। আর এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২০ হাজার ৫৬৮ জন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে বর্তমানে ১৬০ জন রোগী ভর্তি আছে।

শেবাচিম হাসপাতালের পিসিআর ল্যাবে গতকাল শনিবার ১৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৯৮ জনের রিপোর্ট করোনা পজিটিভ আসে। আক্রান্তের হার শতকরা ৫১ দশমিক ৮৫ ভাগ। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি