ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৮, ৮ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ খান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল  সাড়ে ১০ টার দিকে উপজেলার তৌকাঠি গ্রামের একটি বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

মৃতের পরিবার জানায়, ফিরোজ খান ইলেকট্রিশিয়ানের কাজ করতো। শনিবার সকালে সে তৌকাঠি গ্রামের একটি বাড়িতে বিদ্যুতের কাজের জন্য যায়। কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
মৃতের বাবা হাছন খান বলেন, ফিরোজ আগে বিভিন্ন বাসা বাড়িতে ইলেট্রিকের কাজ করতো। কখনো দুর্ঘটনা ঘটেনি। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি