ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বিয়ের ৬ মাসের মাথায় স্বামীর অত্যাচারে স্ত্রীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৬, ৮ আগস্ট ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রেম করে বিয়ের ৬ মাসেই স্বামীর অত্যাচার সইতে না পেরে রুপালী (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনার পর থেকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। 

শনিবার (৭ আগস্ট) রাতে আশুগঞ্জ শহরের আলকাছ মিয়ার পাথরঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রুপালী ওই এলাকার লিটন মিয়ার মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ থেকে ৬ মাস আগে আশুগঞ্জের বড় মসজিদ রোডের ফারুক মিয়ার ছেলে  সিএনজি চালক সোহাগ মিয়ার সাথে রুপালীর বিয়ে হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর থেকে সোহাগ মিয়া ও রুপালীর মধ্যে বিভিন্ন বিষয়ে ঝগড়া হত। এর জের ধরে শনিবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে পুনরায় ঝগরা হলে বিকেলে রুপালী বাবার বাড়ি চলে আসে। এরপর রাতে বিষ খেয়ে আত্মহত্যা করে সে।

পরে পরিবারের লোকজন রুপালীকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

আশুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীকে হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পরে রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক শ্রীবাস দাশ জানান, বিষ খেয়ে রূপালী নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। আমরা লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। মেয়ের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি