ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে নলছিটিতে আলোচনা সভা

নলছিটি সংবাদদাতা

প্রকাশিত : ১৭:২১, ৮ আগস্ট ২০২১ | আপডেট: ১৭:২৩, ৮ আগস্ট ২০২১

ঝালকাঠির নলছিটিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ আগষ্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপজেলা একাডেমিক কর্মকর্তা বদরুল আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. সাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান(মহিলা) মিসেস মোর্শেদা লস্কর, নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) এইচএম মাহমুদ প্রিন্স, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মজিবুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি। 

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলার অসহায় দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন ও অনুদানের অর্থ বিতরণ করা হয়|
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি