ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যশোরে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে দোয়া ও দুস্থদের খাবার বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৬, ৮ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে শেখ ফজলুল হক মনি-আরজু মনি অক্সিজেন ব্যাংক।

আজ রবিবার যশোর শহরের রেলরোড এলকায় দুস্থ ও রিক্সা চালকদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন অক্সিজেন ব্যাংকের কর্মীরা। জন্মদিনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপ্রেরণাই ছিলেন বঙ্গমাতা। বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গমাতার অবদানের কথাও তুলে ধরেন বক্তারা। 

শেখ ফজলুল হক মণি-আরজু মণি অক্সিজেন ব্যাংকের এসব আয়োজনে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দাস দেবু, সাবেক মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নিয়াজ মাহমুদ শাহীন, সাবেক উপ মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আরাফাত রহমান বাসিত, অক্সিজেন ব্যাংকের স্বেচ্ছাসেবক নয়ন অধিকারী, সমর সিংহরায়, সৌমিত্র দাস, সজীব শীল, প্রাঙ্গন সরকার, সজল পাল, পলক বিশ্বাস, লিখন দীপ্তসহ অন্যরা।

করোনা সংক্রমণের শুরু থেকে শেখ ফজলুল হক মণি-আরজু মণি অক্সিজেন ব্যাংক যশোরে বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রায়ের তত্ত্বাবধানে অক্সিজেন ব্যাংকটি গরীব অসহায়দের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচিও চালিয়ে যাচ্ছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি