ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৪৭, ৯ আগস্ট ২০২১ | আপডেট: ১১:৪৮, ৯ আগস্ট ২০২১

বাগেরহাটে এক হাজার ১৩৫ পিস ইয়াবাসহ মোঃ জুয়েল শেখ (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৮ আগস্ট) রাতে সদর উপজেলার ডাঙ্গা গ্রামের ধীরেন মল্লিকের পুকুরের পাশ থেকে জুয়েলকে আটক করে র‌্যাব-৬ সদস্যরা। 

সোমবার (৯ আগস্ট) সকালে র‌্যাব-৬ খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) মোঃ বজলুর রশীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

‌র‌্যাব-৬, খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) মোঃ বজলুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১৩৫ পিস ইয়াবাসহ জযুয়েলকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহরষন জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জুয়েলকে বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসময় আটক জুয়েলের ব্যবহৃত একটি মুঠোফোনও জব্দ করা হয়। জুয়েল বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ঢুলিগাতি গ্রামের কুদ্দুস শেখের ছেলে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি