ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৮, ৯ আগস্ট ২০২১

নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মইনুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। তার শরীর তল্লাশি করে ৫০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আজ সোমবার (৯ আগস্ট) দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মইনুল ইসলাম উপজেলার রসপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানীর অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির আহমেদ জানান, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাটের সীমান্তবর্তী শিমুলতলী এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় সন্দেহমূলকভাবে মইনুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৫০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। 

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মইনুল ইসলাম নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করার বিষয়টি স্বীকার করেছে। ওইদিন রাতেই আলামতসহ তাকে ধামইরহাট থানায় সোর্পদ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, এসিআই কোম্পানির ওষুধ লোপেন্টা, স্কয়ারের পেন্টাডল, অপসোনিনের ট্যাপেন্টাডল, এসকেএফ-এর ট্যাপেন্টা ব্যাথা নাশক ট্যাবলেট। যা ফার্মেসিতে পাওয়া যেত কিন্তু ফেন্সিডিল, হেরোইন ও ইয়াবার বিকল্প হিসেবে কম খরচে ফার্মেসি থেকে কিনে মাদক ব্যবসায়ী ও সেবীরা সেবন করা শুরু করে। এতে করে ট্যাবলেটটির দাম বাড়তে থাকে এসব ওষুধের।

আর এর আলোকে গত বছরের ১৪ জানুয়ারি ঔষধ প্রশাসন অধিদপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে সকল পাইকারী ও খুচরা ফার্মেসিতে ট্যাপেন্টাডল বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

এ ব্যাপারে ধামইরহাট থানার ওসি আব্দুল মোমিন জানান, গ্রেপ্তার মইনুল ইসলামকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি