ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৫, ৯ আগস্ট ২০২১ | আপডেট: ১৫:৪৬, ৯ আগস্ট ২০২১

নওগাঁয় তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাহফুজুর রহমান মিন্টু (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ আগস্ট) রাতে শহরের বিহারী কলোনীর একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতারকৃত মাহাফুজুর রহমান মিন্টু শহরের চকদেবপাড়া কলেজপাড়া মহল্লার মৃত নিজাম উদ্দিনের ছেলে। সোমবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

নওগাঁ সদর মডেল থানা পুলিশ জানায়, গত ২ আগস্ট বিকেলে চকদেব কলেজপাড়া সরিষাহাটি মোড়ের একটি বাড়ির সামনে কয়েজনের সাথে খেলাধুলা করছিলো ওই শিশুটি। এসময় শিশুটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ড্রয়িং রুমে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে মাহাফুজুর রহমান মিন্টু। শিশুটির ফুফু তা দেখে ফেলে এবং তাকে আটকের চেষ্টা করলে অভিযুক্ত তাকে কিল-ঘুষি মেরে পালিয়ে যায়।

সদর মডেল থানার ওসি (তদন্ত) রাজিবুল ইসলাম বলেন, এই ঘটনায় গত ৩ আগস্ট শিশুর মা বাদী হয়ে মাহাফুজুরকে আসামি করে থানায় ধর্ষণ চেষ্টার মামলা করে। ঘটনার পর থেকে মাহাফুজুর পলাতক ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রোববার রাতে তাকে গ্রেফতার করে এবং আজ সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি