ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫০, ৯ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

ঝালকাঠির পল্লী এলাকার কৃষি জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম জালাল সিকদার। সোমবার সকাল ১০টায় সদর উপজেলার সারেঙ্গল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুত সরবরাহ ব্যবস্থাপনায় ত্রুটি ও কর্মীদের উদাসীনতা জেলায় প্রায়শ এ ধরণের প্রাণহানির ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, জালালের চাচাতো ভাই আবু সুফিয়ান মিন্টু, সারেঙ্গল গ্রামের বাসিন্দা আমন বীজ রোপনের জন্য সকালে নিজের জমিতে চাষ করতে যায় জালাল। আগে থেকেই জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তার সরাতে গেলে হাতে ও গলায় জড়িয়ে ছিটকে পরে যান তিনি। 

এসময় পাশের জমিতে কাজ করা অন্য কৃষকরা জালালকে পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। তারা গিয়ে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু আল হাসান জানান, বেলা ১১টার দিকে বিদ্যুতের তারে আহত একজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি