ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর গাড়ী বহরে হামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৩১, ১০ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামী ইয়াসিন আলী (৪২)কে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (৯ আগস্ট) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার রায়টা গ্রামের আক্তার আলীর ছেলে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, সাজাপ্রাপ্ত আসামী ইয়াছিন আলীর নামে ৪টি মামলা রয়েছে। এসটিসি-২০৮/১৫, জিআর-২৫৯/১৪, এসটিসি-২০৭/১৫, এসটিসি-২০৮/১৫ মামলায় ৪ বছর ৬ মাসের সাজা, আরও ২০ হাজার টাকা জরিমানার আদেশ রয়েছে। 

উল্লেখ্য, উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। সোমবার (৯ আগস্ট) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ আলহাজ¦ মীর খায়রুল কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেনের নেতৃত্বে থানার এসআই ইসমাইল হোসেন, এএসআই রফিকুল ইসলাম, এএসআই আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় রায়টা গ্রাম থেকে ওই আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি