ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মিরসরাইয়ে তাস খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৯, ১০ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

মিরসরাই উপজেলার ইছাখালি ইউনিয়নে হাসনাবাদ গ্রামে তাস খেলাকে কেন্দ্র করে বিতর্কের এক পর্যায়ে মারধরের শিকার হয়ে বাহার মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (৯ জুলাই) সন্ধ্যায় তাস খেলাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে এ ঘটনা ঘটে। নিহত বাহার মিয়া ইচাখালি ইউনিয়নের হাসনাবাদ গ্রামের নূর ইসলামের ছেলে।

ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, নিহত বাহার মিয়ার সাথে একই এলাকার রিদোয়ানের তাস খেলা নিয়ে ঝগড়া হয়। এই ঝগড়া মারামারিতে গড়ায়। এতে আহত হয়ে বাহার রাতে মারা যায় বলে তার পরিবার জানিয়েছেন।

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মারধরের ফলে মৃত্যু হয়েছে কিনা তা রিপোর্ট পেলে বলা যাবে। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় কেউ এখনো মামলা করেনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি