কাঁচামরিচ আমদানির খবরে কেজিতে দাম কমেছে ৪০ টাকা
প্রকাশিত : ১৬:১০, ১০ আগস্ট ২০২১
দেশের বাজারে কাঁচামরিচের দাম উর্ধ্বমুখী হওয়ায় দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। এ খবরে একদিনের ব্যবধানেই দিনাজপুরের হিলিতে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৪০ টাকা। দাম কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে।
মঙ্গলবার (১০ আগস্ট) সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, হিলি বাজারের প্রায় সব দোকানেই কাঁচামরিচ রয়েছে। তবে আগের তুলনায় সরবরাহ বেশি লক্ষ্য করা গেছে, যার কারণে দাম খানিকটা কম। একদিন আগেও প্রতি কেজি কাঁচামরিচ ১শ’ ৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ১শ’ ২০ টাকায় বিক্রি হচ্ছে।
হিলি বাজারের এক ক্রেতা মোহাব্বত আলী বলেন, কয়েকদিন আগে যে কাঁচামরিচ ৫০-৬০ টাকায় কিনতাম সেই কাঁচামরিচ কয়েকদিনের ব্যবধানে বেড়ে ১শ’ ৬০ টাকায় উঠে গিয়েছিল। এমন অবস্থা যে কাঁচামরিচ কেনা তো দূরে থাক হাত দেওয়াও মুশকিল হয়ে গেছিল। করোনার কারণে আয় রোজগার কম থাকায় দাম বাড়ায় বিপাকে পড়তে হয় আমাদেরকে। দাম আগের মতো অবস্থায় ফিরলে আমাদের জন্য সুবিধা হবে।
কাঁচামরিচ বিক্রেতা মনতাজ আলী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে অনাবৃষ্টি ও অতিবৃষ্টির কারণে কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হওয়ার কারণে দাম অস্থিতিশীল হয়ে উঠে ছিল। প্রতিদিনই মোকামে কাচামরিচের দাম বাড়ছিল। আমাদের বাড়তি দামে কিনতে হয় যার কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছিল। তবে গত কয়েকদিনের তুলনায় মোকামে কাঁচামরিচের সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কিছুটা কমেছে। এছাড়া স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ার খবরে মোকামে কাঁচামরিচের দাম কমতে শুরু করে।
আমদানিকারক আনোয়ার হোসেন বিনা জানান, দেশে হঠাৎ করে কাঁচামরিচের সরবরাহ কমে গিয়ে দাম বেড়ে বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। এমন অবস্থায় দেশের বাজারে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে আমরা ভারত থেকে আমদানির প্রস্তুতি নিয়েছি। ভারতে কাঁচামরিচের দাম অনেকটা কম রয়েছে, এটি দেশের বাজারে আসলে দাম কমে আসবে।
ইতোমধ্যেই কাঁচামরিচ আমদানির জন্য সরকার ইমপোর্ট পারমিট (আইপি) দেওয়ায় বেনাপোলসহ অন্য বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। তবে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা এখনও কাঁচামরিচ আমদানির আইপি পাইনি, দুয়েকদিনের মধ্যেই পেয়ে যাবো। হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হলে কাঁচামরিচের দাম আরও কমে আসবে বলে জানান আনোয়ার হোসেন।
এএইচ/
আরও পড়ুন