ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

স্বর্ণ বারসহ ফেনী ডিবির ওসি ও ৫ পুলিশ গ্রেফতার

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৬, ১১ আগস্ট ২০২১ | আপডেট: ০৮:২৯, ১১ আগস্ট ২০২১

ফেনীতে স্বর্ণ ডাকাতির অভিযোগে ডিবির ওসি সাইফুল ইসলামসহ ৬ পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গ্রেফতাকৃতদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। 

ফেনীর স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাশের দায়েরকৃত ডাকাতির মামলার অভিযোগে মঙ্গলবার (১০ আগস্ট) রাতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হল- ফেনী গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর (ওসি) সাইফুল ইসলাম, এসআই মোতোহের হোসেন, মিজানুর রহমান, নুরুল হক, এএসআই অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা।

জেলা পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী জানান, চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী গোপাল ক্লান্তি দাশের লিখিত অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, অভিযোগকারী গত রবিবার (৮ আগস্ট) চট্টগ্রাম হতে ২০টি স্বর্ণের বার নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী ফতেহপুর ফ্লাইওভারের নিচে ফেনী ডিবি পুলিশের একটি দল তার গতিরোধ করে। এ সময় ওসি সাইফুল ইসলামসহ অভিযুক্তরা তার কাছ থেকে স্বর্ণের বারগুলো ছিনিয়ে নেয়। 

অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত করে সত্যতা পাওয়া যায়। এসময় অভিযোগকারী চারজনকে শনাক্ত করা হয়। এ চারজনকে জিজ্ঞাসাবাদে অপর দুইজনকে গ্রেফতার করা হয়। আজ বুধবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান জেলা পুলিশ সুপার।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি