ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

গাজীপুরে সড়কের দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৩, ১১ আগস্ট ২০২১

গাজীপুর ভোগড়া বাইপাস থেকে চন্দ্রা পর্যন্ত মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ঢাকা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

বুধবার (১১ আগস্ট) আজ সকাল ১১টায় ভোগড়া বাইপাস থেকে এ অভিযান শুরু হয়।

সড়ক ও জনপথের জায়গা দখল করে দোকান তৈরি করায় ৩০টি দোকান, অবৈধভাবে রাস্তার পাশে  বালু রাখায় এমন ১০টি জায়গার বালু অপসারণ করা হয়েছে। এই উচ্ছেদ অভিযান প্রয়োজন সাপেক্ষে আবারও পরিচালনা করা হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথের বিভাগ।

এসময় আরও উপস্থিত ছিলেন সাসেক প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার শাহানাজ বিথী, জিএমপি কোনাবাড়ি জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শুভাশিষ ধর, ফায়ার সার্ভিস ও গাজীপুর পল্লী বিদ্যুতের সদস্যরা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি