ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

রাতের আঁধারে দূর্বৃত্তরা কেটে দিয়েছে দেড় হাজার আম গাছ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৫, ১১ আগস্ট ২০২১ | আপডেট: ২১:২৭, ১১ আগস্ট ২০২১

নওগাঁর পোরশায় সাইফুল ইসলাম নামে এক কৃষকের ১০ বিঘা জমিতে রোপনকৃত প্রায় দেড় হাজার আমগাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা।

মঙ্গলবার রাতে উপজেলার মরাকাটা এলাকার মাঠে এই ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। এঘটনায় বুধবার দুপুরে থানায় তিনি একটি লিখিত অভিযোগ করেছেন।

পুলিশ জানান, কৃষক সাইফুল ইসলাম (৪২) এর পিতা মমতাজ হসোন প্রায় ৪৫ বছর আগে ওই ১০ বিঘা জমি ক্রয় করে ভোগ দখল করে আসছেন। মমতাজ হোসেন মারা যাওয়ার আগে ওই জমি সাইফুল ইসলামের নামে দলিল করে দিয়ে যান। পিতার মৃত্যুর পর স্বাভাবিকভাবেই ওই জমি সাইফুল নিজ দখলে নিয়ে চাষাবাদ করে আসছেন। গত তিন মাস আগে তিনি ওই জমিতে দেড় হাজার আম্রপালী আম গাছ রোপন করেন। মঙ্গলবার রাতে কে বা কারা বাগানের সমস্ত গাছ কেটে সাবাড় করে দেয়। সাইফুল ইসলামের অভিযোগ আমগাছ রোপনের পর থেকেই তার প্রতিবেশিরা নানাভাবে ওই জমি দখল নেওয়ার চেষ্টা করে আসছে। এই গাছ কাটার পিছনে তারাই জড়িত বলে তিনি দাবি করেন। এই ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ ব্যাপারে পোরশা থানার ওসি শফিউল আজম খান জানান, এটা একটা অমানবিক ঘটনা ঘটানো হয়েছে। অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি