ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৭, ১২ আগস্ট ২০২১ | আপডেট: ১৬:০১, ১২ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের পাশে ঢাকাগামী জামালপুর কম্পিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ হয়ে যায় উত্তরাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ। প্রায় সোয়া তিন ঘন্টা পর উদ্ধার করা হয়েছে ট্রেনটি। পৌনে তিনটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়

ধীরাশ্রম রেলওয়ে স্টেশন মাস্টার হেলাল উদ্দিন জানান, জামালপুর থেকে ছেড়ে আসা কম্পিউটার এক্সপ্রেস ট্রেনটি আজ সকাল সাড়ে ১১টার দিকে ধীরাশ্রম স্টেশনে ঢোকার আগ মুহূর্তে ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়ে যায়।

এতে করে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলের দুদিকে তিনটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।

ঢাকা থেকে উদ্ধারকারী এসে তিন ঘণ্টা পর ট্রেনটিকে উদ্ধার করে। এরপর পৌনে তিনটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি