ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় মাদক ব্যবসায়ী আটক

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৩, ১২ আগস্ট ২০২১

নওগাঁর বদলগাছী উপজেলার চাপাডল গ্রামে অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাইমদসহ শাউন বাবু ওরফে কমলেশ হরিজন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ভোরে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের চৌকস আভিযানিক দল তাকে আটক করে।  আটক শাউন বাবু পাশের জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ রেলগেট খালাশিপাড়া গ্রামের মৃত বাবু গুরুচরণের ছেলে।

র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার তৌকির জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শাউন বাবু ওরফে কমলেশ হরিজন নিজে চোলাই মদ তৈরি করে নিজ এলাকাসহ আশে-পাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। ঘটনাস্থলে ওইদিন তাকে ৩০ লিটার চোলাই মদসহ আটক করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ ও তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে বলে জানান তিনি। 

এই ঘটনায় বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি