ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪

শোকের মাস উপলক্ষ্যে ভাণ্ডারিয়ায় বিভিন্ন কর্মসূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫০, ১২ আগস্ট ২০২১ | আপডেট: ১৭:৫৪, ১২ আগস্ট ২০২১

শোকের মাস উপলক্ষ্যে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুল ও কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়েছে। ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম এ আয়োজনের উদ্যোগ নিয়েছে।

১৫ ই আগস্ট, জাতীয় শোক দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও তাদের পরিবারের অন্যান্য সদস্যদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে তাদের রুহের মাগফিরাত কামনায় মাসব্যাপী এ কর্মসূচি নেওয়া হয়েছে।

এ কর্মসূচির আওতায় উপজেলায় সকল প্রাথমিক বিদ্যালয় (১৮৯ টি) মাধ্যমিক বিদ্যালয় (৩৮টি) মাদ্রাসা (৩৮ টি) কলেজ (৯টি) এতিমখানা (২৮ টি)  সহ সকল ইউনিয়ন পরিষদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের জন্য প্রত্যেক প্রতিষ্ঠানে (৫ হাজার) করে টাকা দিয়ে সহযোগীতা করা হয়েছে। 

এছাড়া শোকের মাস উপলক্ষ্যে বিভিন্ন মসজিদ, মন্দির ও মাদ্রাসায় মাসব্যাপী কোরআন তেলাওয়াত, দোয়া মোনাজাত, প্রার্থনা ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মিরাজুল ইসলাম। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি