ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় করোনায় সাংবাদিক আরিফুল ইসলামের মৃত্যু 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: 

প্রকাশিত : ১৭:৪৬, ১২ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

যমুনা টেলিভিশন ও দেশ রূপান্তর পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি আরিফুল ইসলাম ডালিম (৩৯) করোনাক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

পরিবারের সদস্যরা জানান, আজ বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা ডেডিকেটে করোনা হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথিমধ্যে গুরুতর অসুস্থ্য হলে তাঁকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসকেরা দুপুর আড়াইটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। সে শহরের মাঝেরপাড়ার ইসলাম উদ্দিনের ছেলে। 

আরিফুল ইসলাম মৃত্যুকালে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই শিশু সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্খীকে রেখে গেছেন। তরুণ এই সাংবাদিকের অকাল মৃত্যুতে সহকর্মী সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি