ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

গাজীপুরের কালিয়াকৈরে কভারভ্যান চাপায় দুই জনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৩, ১২ আগস্ট ২০২১

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় কভারভ্যানের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে ।  বিকেলে তেলিরচালা এলাকার এ দুর্ঘটনা ঘটে । হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি থেকে একটি ব্যাটারী চালিত অটোরিক্সায় কিছু প্লাস্টিকের ফার্নিচার নিয়ে মৌচাকের দিকে যাচ্ছিল । তেলিরচালা  সামনে দিয়ে মহাসড়ক অতিক্রমকালে দ্রুতগতি একটি কভারভ্যান ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই অটোরিক্সা চালক ও রিক্সায় থাকা এক শিশু ঘটনা স্থলেই মারা যায়।
 
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর গোলাম ফারুক জানান, নিহতদের পরিচয় জানা যায়নি । লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে । 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি